1. ssexpressit@gmail.com : dailysangbad :
  2. journalistrupok@gmail.com : Rupokur Rahman : Rupokur Rahman
  3. sr42692@gmail.com : Sohel Rana : Sohel Rana
সর্বশেষ :
সমাজের সৎ মানুষদের দলে অন্তর্ভুক্ত করতে হবে-সাভারে রুহুল কবির রিজভী  ধামরাইয়ে সাস’র উদ্যোগে কমিউনিটি আউটরীচ প্রোগ্রাম অনুষ্ঠিত সাভারে রেইজ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধি দল সাভারের সাদাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, ২ নারীসহ আহত ৬ শহীদ জিয়ার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দিলেও জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না: ছাত্রদল নেতা তমিজ উদ্দিন সাভার হর্টিকালচারে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেও আলালের স্বরনসভায় জনস্রোত সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সোবহানবাগ জামে মসজিদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত  সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফত সাভারে আইয়ুব খানের দিকনির্দেশনায় ৩১ দফার লিফলেট বিতরণ 

কোয়ার্টারে পা রাখলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘সি’ গ্রুপ পেরিয়ে আসা দল

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ জন পড়েছে

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টারে পা রাখলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ‘সি’ গ্রুপ পেরিয়ে আসা দল। যেখানে অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উরুগুয়ের মত দল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলা উরুগুয়েকে নিয়ে কিছুটা ভয় পেতেই পারে ব্রাজিল। কদিন আগেই তারা ব্রাজিলকে হারিয়েছে ৩-০ গোলে। মার্সেলো বিয়েলসার অধীনে পজিশন এবং কাউন্টার অ্যাটাকের সমন্বয়ে দারুণ খেলা উপহার দিচ্ছে উরুগুয়ে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলকেই হারের স্বাদ উপহার দিয়েছে তারা। কোচদের কোচ হিসেবে পরিচিত বিয়েলসা এর আগে ফিফার বর্ষসেরা কোচের তালিকাতেও ছিলেন। ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেডেও দারুণ সফল ছিলেন এই আর্জেন্টাইন।
কোপা আমেরিকার ড্র শেষে নিজেদের গ্রুপের দিকে তাকিয়ে কিছুটা আক্ষেপ করতেই পারে আর্জেন্টিনা। প্রথমেই তাদের খেলতে হচ্ছে নিজেদের পুরাতন প্রতিপক্ষের বিরুদ্ধে। গ্রুপপর্বেই আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হিসেবে আছেন চিলির নাম। যাদের কাছে পরপর দুটো কোপা আমেরিকা হারের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে আর্জেন্টাইনদের মধ্যে। বিপরীতে কিছুটা সহজ প্রতিপক্ষ ব্রাজিলের। কলম্বিয়া, প্যারাগুয়েদের টপকে ব্রাজিল যে সেরা আটে যাবে সেটা অনেকখানিই নিশ্চিত। তবে সেলেসাওদের কড়া পরীক্ষা হবে নকআউটের মঞ্চে। কোপা আমেরিকার ড্র-শেষে দুই ফেবারিট দলের চিন্তা তাই দুই রকম। মায়ামিতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিশ্চিত হয়েছে ৪৮তম কোপা আমেরিকার টুর্নামেন্টের ফিক্সচার। প্রত্যেক দলই নিজেদের প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত। যেখানে আর্জেন্টিনা নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই মুখোমুখি হবে কানাডা বা ত্রিনিদাদ এন্ড টোবাগোর মধ্যে প্লে-অফ জিতে আসা দলের।
গ্রুপের তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি এবং পেরু। দুই দলই র‍্যাঙ্কিং অনুযায়ী বেশ শক্ত। পেরু আছে ২৬তম স্থানে আর চিলির অবস্থান ৩৭তম। এছাড়া সম্ভাব্য প্রতিপক্ষ কানাডাও ২০২২ সালে নিজ অঞ্চলে বিশ্বকাপের শীর্ষ বাছাইয়ের মধ্যে ছিল। বিপরীতে ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া (১৭) ব্যতীত আর কোন দলই শীর্ষ ৫০ দলের মাঝে নেই। প্যারাগুয়ে আছে ৫৩তম স্থানে। প্লে-অফের দুই দল কোস্টারিকা এবং হন্ডুরাসই বেশ অনেকটা পিছিয়ে। তবে নকআউটে প্রতিপক্ষ নিয়ে কিছুটা হলেও চিন্তায় পড়তে পারে সেলেসাও ভক্তরা।
সাম্প্রতিক সময় ব্রাজিলের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মহাদেশে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে তারা। এমনকি নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে হারতে হয়েছে তাদের। কোপা আমেরিকা মিশনে তাই উরুগুয়ের মত দল তাদের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ