স্টাফ রিপোর্টার : নব গঠিত ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে স্হান পেয়েছে মাদক মামলার আসামি। এছাড়াও অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ সম্পাদককে আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় স্হানীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার (১৭/০২/২৪ইং) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ঢাকা জেলা যুবলীগের অব্যাহতি পাওয়া সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম এবং মো: এরফান উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
কমিটিতে ঢাকা জেলা যুবলীগের সাবেক অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে আহ্বায়ক এবং মাদক মামলার আসামি শেখ ফরিদ আল রাজিকে কমিটির ৩৩ নম্বর সদস্য করা হয়েছে। এ নিয়ে যুবলীগের স্হানীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার স্বার্থে যুবলীগের একাধিক নেতা অভিযোগ করে বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল যুবলীগের দায়িত্ব নেওয়ার পর নানা কারনে বিতর্কিত ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে অব্যাহতি দিয়ে ঢাকা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপর আমরা সবাই ঢাকা জেলার একটি শক্তিশালী ও বিতর্কমুক্ত কমিটি প্রত্যাশা করেছিলাম। বিতর্কিতরা ফের স্হান পাওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে নব গঠিত ঢাকা জেলা যুবলীগের এ কমিটি। অবিলম্বে সংশোধনের মাধ্যমে এ কমিটি পূণরায় ঘোষণা করার আহ্বান জানান তারা।
Leave a Reply