স্টাফ রিপোর্টার : সাভারে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মহসিন মিয়া নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে পৌর এলাকার কাতলাপুরে সুমন মিয়ার মালিকানাধীন ভবনের ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
স্হানীয়রা জানায়, কাতলাপুরের ৪তলা ওই ভবনের মাচায় প্রতিদিনের মতোই কাজ করছিল মহসিন মিয়া। কাজের একপর্যায়ে হঠাৎই অসাবধানতাবশত মাচা ভেঙে নিচে পড়ে যায় সে। এসময় নির্মানাধীন ওই ভবনটিতে কোন সেফটি ছিলনা।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা।
Leave a Reply