স্টাফ রিপোর্টার : সাভারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আমিনবাজারে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজ মাঠে সহস্রাধীক শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রধান অতিথি’র বক্তব্যে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভারের বিভিন্নস্হানে অসহায় ও দরীদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলো। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহমেদের সভাপতিত্বে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাদুর ইসলাম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সায়েম মোল্লাসহ স্হানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply