স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ঢাকার সাভার ও ধামরাইয়ে পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন।
সাভারে “শেখ রাসেল দিপ্তীময়, নির্ভীক নির্মল দূর্জয়”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় সাভার উপজেলা প্রশাসন ও তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর সাভার উপজেলা কার্যালয় এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে সাভার উপজেলা পরিষদ স্বাধীনতা চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষ বিজয়-৭১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমিসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর। পরে আশুলিয়া স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
অপরদিকে ঢাকার ধামরাইয়েও নানা আয়োজনে পালন করা হয় শেখ রাসেলের জন্মদিন।
Leave a Reply